Bangladesh News : নিউটন ইস্যুতে TMCP নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যর
ABP Ananda LIVE : ABP Ananda LIVE: তৃণমূল ছাত্র পরিষদের নেতার 'ছায়াসঙ্গী' বাংলাদেশি নিউটন? TMCP নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যর । বাংলাদেশের ছাত্রনেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার! '২০২১ সালে সীমান্ত পারের সময় গ্রেফতার নিউটন দাস' । 'বাংলাদেশি নিউটনের জামিন করাতে তদ্বির TMCP নেতার' । 'বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, আধারকার্ড-সহ গ্রেফতার'। '২০২১: তিন মাস জেলবন্দির পর মুক্তি নিউটনের' । 'TMCP নেতার রেস্তোরাঁ ব্যবসাতেও পার্টনার নিউটন' । 'ব্যবসা বন্ধের পরে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট নিউটনের' । চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর । প্রমাণ দিন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্থানীয় TMCP নেতার
তৃণমূলের বারাসাত সংগঠনে গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তের
তৃণমূলের বারাসাত সংগঠনে গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তের। তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সব্যসাচী দত্ত। বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রীই থাকলেন কাকলী ঘোষ দস্তিদার । কংগ্রেস থেকে তৃণমূলে এসেই রাজ্য সহ সভাপতির পদ পেলেন শঙ্কর মালাকার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হলেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকি।


















