Bankura: বন্যায় নাকাল অবস্থা, মিলছে না সরকারি ত্রিপল! ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ABP Ananda Live
সরকারি ত্রিপল। সেই ত্রিপল না পাওয়ার অভিযোগে এবার সরব হলেন বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা। অন্য়দিকে এই ত্রিপল না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন দলের সদস্য়। গোটা ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা সাফাইও দিয়েছে বিজেপি।
সরকার বলেছিল- ত্রিপল মিলবে, সেই আশাতেই বসেছিল সব হারানো মানুষগুলো, কিন্তু অভিযোগ, সেই প্রাপ্য়টুকু পাচ্ছেনা না তাঁরা। আর সেই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা।
বাঁকুড়ার সোনামেলার বাসিন্দা মীরা মাল বলেন, 'কুকুরের মতো খাচ্ছি। ত্রিপল দিচ্ছে না। ভোটের সময় বলবে ভোট দিবি মা বোন।' আরও এক বাসিন্দা ম়ঞ্জুরা মাল বলেন, 'গোটা ঘরে জল পড়ে। ঘরে থাকতে হয়। বাচ্চা নিয়ে শুতে পারিনি। ঘুমোতে পারিনি। সারা রাত জেগে থাকতে হয়। ত্রিপল পাইনি। আজকে দেব. কালকে দেব করে, কালকে গেলে বলে পরশু দেব। বিক্ষোভ এই কারণেই তো দেখাচ্ছি।' একদিকে ত্রিপল না পেয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীদের একাংশ, তখন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে ত্রিপল বিলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে দলেরই অন্দরে।