Bankura News: পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ
পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ । ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল বাঁকুড়ার বেলিয়াতোড়ে। গ্রামবাসীদের তাড়ায় বাইক ফেলে চম্পট দেয় ৩ যুবক। পরে বাইক নিতে এলে অভিযুক্তদের ২ সঙ্গীকে আটকে রাখেন স্থানীয়রা।
পরে পুলিশ তাদের আটক করে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘণ্টা দুয়েক পর বিক্ষোভ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে ফের পথে নামার হুঁশিয়ারি স্থানীয়দের।
থ্রেট কালচারের অভিযোগে গত বুধবার পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের জেরে তুলকালাম বেধেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। চাপে পড়ে পাঁচ দিনের মাথায় গতকাল পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। ছুটিতে পাঠানো হল পদত্যাগী ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও এক RMO-কে। সাসপেন্ড করা হয়েছে শাহিন সরকার-সহ তিন হাউসস্টাফকে।বাতিল করে দেওয়া হল এক ইন্টার্ণের রেজিস্ট্রেশন।



















