Bankura News: ভোটার তালিকায় মিলল ১৯ জন মৃত ভোটারের নাম ! নির্বাচন কমিশনের দিকেই আঙুল তৃণমূল নেতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেউ মারা গেছেন ৭ বছর আগে, কেউ ৪ বছর, কেউ ৩ বছর আগে । তবু ভোটার তালিকায় জ্বলজ্বল করছে সবার নাম! এবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলল ১৯ জন মৃত ভোটারের নাম! দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় । 'মৃতদের পরিবারের তরফে আবেদন জানানো সত্ত্বেও কেন নাম কাটা হয়নি?' । নির্বাচন কমিশনের দিকেই আঙুল তৃণমূল নেতার । বিজেপির কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসকদলের লোকজনই ভোট দিয়েছে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, দাবি বিজেপির
আরও খবর...
যাদবপুরকাণ্ডের তদন্তে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বাড়িতে পৌঁছল পুলিশ
যাদবপুরকাণ্ডের তদন্তে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বাড়িতে পৌঁছল পুলিশ। ওমপ্রকাশ মিশ্রর বয়ান রেকর্ড করতে পৌঁছল যাদবপুর থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া FIR-এ নাম।রয়েছে ব্রাত্য-ওমপ্রকাশের। তদন্তে ওমপ্রকাশের কালিকাপুরের বাড়িতে পৌঁছল পুলিশের টিম
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়ার পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।


















