Barasat News: নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত | ABP Ananda LIVE
West Bengal: নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত(Barasat)। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২জন আহত । নাবালককে নৃশংস খুনের অভিযোগ, উত্তপ্ত বারাসাতের কাজিপাড়া। নাবালকের চোখ, কিডনি কেটে নেওয়ার অভিযোগ পরিবারের। পুলিশ প্রথমে অভিযোগই নিতে চায়নি, অভিযোগ নিহতের পরিবারের । পুলিশকে লক্ষ্য করে ইট, কিছুক্ষণের জন্য যশোর রোড অবরোধ।
বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়'। লোকসভা ভোটে (Loksabha election) সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না'।'কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়'। নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর -- ।'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না'। 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র। 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক'। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর । ২০২৪-র বদলে পরবর্তী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে ২০২৫-এ। 'ভোটের জন্য ৩ মাস নষ্ট হওয়ায় এবছর আর বাণিজ্য সম্মেলন নয়'। শিল্প বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র