Barasat News: ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ-তদন্তে নতুন মোড়। সিআইডি নজরে ত্রিপুরারই আরেক ব্যবসায়ী।
Barasat News: ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ-তদন্তে নতুন মোড়। সিআইডি নজরে ত্রিপুরারই আরেক ব্যবসায়ী। অপহরণ করলে মিলবে মোটা মুক্তিপণ, কাউন্সিলরকে তথ্য দিয়েছিলেন অভিযুক্ত, খবর সিআইডি সূত্রে।
টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কেয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন।