Mamata Banerjee: তৃণমূল সাংসদ হয়েও আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেন শত্রুঘ্ন সিন্হা ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কে কী খাবে, তা অন্য কেউ ঠিক করে দেবে কেন? বিজেপিকে এই প্রশ্ন তুলে অতীতে একাধিকবার আক্রমণ করেছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার, তাঁর দলেরই সাংসদ শত্রুঘ্ন সিন্হা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেন! যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তৃণমূল-সাংসদের মুখে বিজেপির ভাষা, কটাক্ষ করেছে কংগ্রেস। যদিও সৌগত রায়ের বক্তব্য়, শত্রুঘ্ন সিনহার মন্তব্য়ের সঙ্গে দল একমত নয়।
শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ
ধূলিসাৎ বঙ্গবন্ধুর বাড়ি। নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীরও। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার মেহের আফরোজ শাওন। জামালপুরে শিল্পীর বাড়িতে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে এ যেন তালিবানি শাসন বঙগবনধুুর বাড়ির ভাঙার নিন্দা করে আক্রান্ত মহিলা-সহ ২। রাস্তায় ফেলে মারধর, হেনস্থা! নিজের ইতিহাসই মোছার চেষ্টা! ধানমণ্ডিতে ধূলিসাৎ বঙগবনধুর বাড়ি। চট্টগ্রামে ভাঙা হল ম্যুরাল। খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলজোডার। নোয়াখালিতে আওয়ামি নেতার বাড়িতে আগুন। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস ইতিহাস। নীরব রইল ইউনূসের পুলিশ, সেনা। হাসিনার উস্কানিতেই হামলা, আর যেন বিবৃতি না দেন। ভারতের হাইকমিশনার ডেকে প্রতিবাদপত্র ঢাকার। এবার নৈরাজ্যের বাংলাদেশে গ্রেফতার অভিনেত্রী। বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ওপার বাংলার অভিনেত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর । ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীদেরও। জামালপুরে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহেরের বাড়িতে আগুন মৌলবাদীদের।




















