Belgharia News: ভোরবেলা রাস্তার মধ্যেই মদ্যপান, প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক !
ABP Ananda LIVE :বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তায় ৬ জনকে মদ্য়পান করতে দেখে প্রতিবাদ শিক্ষকের। ৫ থেকে ৬ জন শিক্ষকের উপর হামলা চালায়। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের পরিবারের। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজে শিক্ষককে মারধর করতে দেখা যাচ্ছে এক মহিলাকে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি। তিনি পেশায় গৃহশিক্ষক। আঁকা শেখান। ভোরবেল রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধড়ক মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। স্বভাবতই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন মহিলাও মারধর করছেন প্রতিবাদী ওই শিক্ষককে। নাগাড়ে চড়-থাপ্পড় মারা হচ্ছে। রাস্তায় ফেলেও চলেছে মারধর। বেলঘরিয়ায় নন্দনগরের ঝিল পাড়ে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক এবং এক যুবতী। ভোরবেলা প্রকাশ্য রাস্তায় এভাবে কয়েকজনকে মদ্যপান করতে দেখে খারাপ লাগে অঙ্কন শিক্ষক নিরুপম পাল। তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, তারপর প্রথমে তাঁর বাইক ফেলে দেওয়া হয়। এরপর ওই মদ্যপের দল চড়াও হয় তাঁর উপর। শুরু হয় বেদম মার। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এই শিক্ষকের। গোটা ঘটনায় আতঙ্কিত তিনি। নিরুপম জানিয়েছেন, সকালবেলা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। সাতসকালে ওভাবে রাস্তায় বসে কয়েকজনকে মদ খেতে দেখে বিষয়টি ভাল লাগেনি তাঁর। এলাকার পরিবেশ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় প্রতিবাদ করেছিলেন তিনি। আর তার জেরেই জুটেছে বেধড়ক মার।


















