BJP Social Media Post: বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
বঙ্গ বিজেপির (BJP) এক্স হ্যান্ডলে পোস্ট করা মা সারদার (Maa Sarada) ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপির আইটি সেলের (BJP IT Cell) প্রধান অমিত মালব্যর ক্ষমা চাওয়ার দাবি তুলে তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। তৃণমূল পোস্টটি সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে। তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'সারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং তার দুর্নীতিগ্রস্ত, অশিক্ষিত বিজেপি ছাড়া আর কে শ্রী শ্রী মা সারদাকে অসম্মান করতে পারে? বিজেপি আমাদের মনীষীদের অপমান করার ধারাবাহিক রীতি চলেই যাচ্ছে। লজ্জার শেষ নেই!!' এক্স হ্যান্ডেলে এই পোস্ট ঘিরে বিজেপির অন্দরেই শোনা যাচ্ছে দুই মত।


















