CPIM: দু’চারবার ফসল নষ্ট হলে ক্ষেত উজার হয়ে যায় না, মন্তব্য মহম্মদ সেলিমের | Bangla News
বালিগঞ্জে ২০ হাজার ২২৮ ভোটে জিতলেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুলের প্রাপ্ত ভোট ৫১ হাজার ১৯৯। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি ও কংগ্রেসের। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩ হাজার ২২০ ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৮ ভোট। ভোট শতাংশের হিসেবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪২ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম পেয়েছে ৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ১৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট।
বালিগঞ্জের ফলাফল সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে বলেন, ‘সংস্কৃতি, পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন হয় না। রুটে ফিরতে হবে। দু’চারবার ফসল নষ্ট হলে ক্ষেত উজার হয়ে যায় না। আমরা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনবই।’


















