Bengal SIR News: বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসেই এসআইআর ফর্ম বিলির অভিযোগ BLO-র বিরুদ্ধে
ABP Ananda LIVE: বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসেই এসআইআর ফর্ম বিলির অভিযোগ BLO-র বিরুদ্ধে। সিইও-র কাছে অভিযোগ দায়ের বিজেপির। পশ্চিম মেদিনীপুরের পিংলায় খড়গপুর ২ নম্বর ব্লকে ১৩৩ নম্বর বুথের বিএলও-র বিরুদ্ধে অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ BLO সরস্বতী মুর্মুর বিরুদ্ধে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গেরুয়া শিবিরের। ফর্ম গুছিয়ে রাখছিলাম, ১ জনকে ফর্ম দিয়েছি, কাউকে ডাকিনি, পাল্টা দাবি সান মনিনাথপুর ১৩৩ নম্বর বুথের বিএলও-র
আরও খবর,
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধির খসড়ায় একাধিক রদবদল, TET-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বেড়ে হল ২৫
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব 'বাড়ল' TET-এর। TET-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বেড়ে ২৫ হল। প্রাথমিকে নিয়োগ বিধির খসড়ায় একাধিক রদবদল ঘটানো হয়েছে বলে দেখা যাচ্ছে। বন্ধ করা হল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ নম্বর। উচ্চমাধ্যমিকের জন্য ওয়েটেজ ১০ নম্বর থেকে কমে হল ৫। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশিত হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। (Primary Teachers Recruitment)
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধির একটি খসড়া সামনে এসেছে। আর তাতেই দেখা যাচ্ছে, TET-এর গুরুত্ব বেড়েছে গিয়েছে একধাক্কায় অনেকটাই। আগে যেখানে TET-এর জন্য ৫ নম্বর বরাদ্দ ছিল, তা বেড়ে ২৫ করা হয়েছে। অর্থাৎ একধাক্কায় ২০ নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Primary TET)


















