Soham Chakraborty: 'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল', দাবি রেস্তোরাঁ মালিকের
ABP Ananda LIVE: নিউটাউনের (Newtown)সোহমের(Soham Chakraborty) মস্তানি, পুলিশের ভূমিকায় প্রশ্ন রেস্তোরাঁ মালিকের। 'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল। আমার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, এখনও জানতেই পারলাম না। পুলিশ আমার সঙ্গে কথাই বলেনি', দাবি রেস্তোরাঁ মালিকের। শুক্রবার রাতে নিউটাউনের রেস্তোরাঁয় মস্তানি তৃণমূল বিধায়কের। রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন সোহম। পাল্টা রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা-বিধায়ক। দু'পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে।
'ভোটে প্রমাণিত, কলকাতায় (Kolkata)শক্তি বাড়ছে বিজেপির'(BJP)। 'কলকাতার অনেক পুর এলাকায় এগিয়ে বিজেপি'। 'হরিহরপাড়ায় বিজেপির ক্ষমতা নেই, তাহলে কী করে হামলা?' 'বোমাই বাংলার(west bengal) কুটির শিল্প, আরও বিস্ফোরণ ঘটবে' ।'ভোটের পরে হিংসার তীব্রতা বাড়ছে, খাবার জল আটকাতে কলও তুলে নেওয়া হয়েছে'। 'ভোট হতেই পরিবর্তন, তৃণমূলকে জেতানোর দায়িত্ব ডিএম-এসপির'। জেতাতে না পারলেই বদলি হবে: সুকান্ত মজুমদার।'আমি জেতায় দক্ষিণ দিনাজপুরেও হয়তো ডিএম বদলি হবেন'। 'নিউটাউনে(newtown) সোহমের(soham chakraborty) মস্তানি, আক্রান্তের জেলে ঢোকাই নিয়ম'। যে আক্রান্ত, তার বিরুদ্ধেই মামলা: সুকান্ত মজুমদার । 'প্রতি ২ মাসে ওয়েব সিরিজের মতোই বিস্ফোরণের খবর আসবে'। বাংলাকে আফগানিস্তান বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত মজুমদার। দল কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমি দায়িত্বে: সুকান্ত মজুমদার