TMC News : পয়লা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন মহিলা তৃণমূল কংগ্রেসের
ABP Ananda LIVE : পয়লা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত শোভাযাত্রা। রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। তৃণমূলের নববর্ষের এই শোভাযাত্রায় রয়েছে হাতে টানা রিকশ।
Malda News : হাঁড়িতে ভাত ফেলেই হয়েছিল পালাতে, মেয়ের বিয়ের সব টাকা-গয়না লুঠ,কেঁদে আকুল ঘরছাড়ারা
এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ত্রাণ শিবিরে আশ্রয়। ঠিক কীভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ? সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। ভয়ে চোখে জল। পাড়ার এই মানুষগুলোকেই ডাকতেন 'দাদা, কাকা, জ্যাঠা ' বলে। কিন্তু রাতারাতি কেমন বদলে গেল মানুষগুলো। অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হল বাড়িতে। তাণ্ডব চালালো বাড়িতে। উনুনে ফুটছিল ভাত। পড়ে রইল। দোকানে বিড়ি বেঁধে তিল তিল করে জমানো টাকা, অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না....আর কিচ্ছু নেই। গোছানো ঘর গেরস্থালি ফেলে তাঁদের ঠিকানা এখন ত্রাণ শিবির। কেউ বলতে পারছেন না, ফিরে যেতে পারবেন কবে। কীভাবেই বা দেবেন মেয়ের বিয়ে, ফিরে গেলেও আবার যে আক্রান্ত হবেন না, তাই বা বলতে পারে কী কেউ?



















