Bhaifota 2024: নুসরত থেকে কৌশানি ফোঁটা দিলেন বিদ্যুৎমন্ত্রীকে। ABP Ananda live
ABP Ananda Live; ফোঁটা নিলেন অরূপ বিশ্বাস। নুসরত থেকে কৌশানি ফোঁটা দিলেন বিদ্যুৎমন্ত্রীকে। কলকাতার প্রাক্তন মেয়রের মতো বর্তমান মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিয়েছেন। ২০১৯-এর লোকসভা ভোটের পরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। তবে পরবর্তীকালে পদ্মশিবিরের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়তে থাকে। তারপর কখনও নবান্ন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তো কখনও ভাইফোঁটার দিন কালীঘাটে হাজির। এবারও যার ব্যতিক্রম হল না। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাহলে কি শোভনের তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা? জল্পনা উস্কে দিলেন বৈশাখী।
রাজভবনেও ভাইফোঁটার আয়োজন করা হয়। এটা খুবই আনন্দের মুহূর্ত, মন্তব্য সি ভি আনন্দ বোসের। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার তিনি দলের নেতা-মন্ত্রীদের কাছে দিদি-ও। তাই প্রতিবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফোঁটা নিতে, তাঁর কালীঘাটের বাড়িতে কার্যত লাইন পড়ে গিয়েছিল ভাইদের। আর তাঁদের মধ্যেই ছিলেন তৃণমূলনেত্রীর একদা ঘনিষ্ঠ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, "প্রত্যেকবারই তো এই আশীর্বাদটাকে পাথেয় করে আমার পথ চলে। এটা তো প্রথম নয়। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট।''