Bhaifota 2024: রাজভবনে রাজ্যপালের মুখে শোনা গেল, বাংলায় মহিলাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান
ABP Ananda Live: ভাই ফোঁটাতেও পড়ল আর জি কর-কাণ্ডের ছায়া। রাজভবনে রাজ্যপালের মুখে শোনা গেল, বাংলায় মহিলাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান। নারী নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে বিরোধী বিজেপি শিবিরে হল বোনফোঁটা। ফোঁটা নেওয়ার পর নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হওয়ার কথা বললেন পুরমন্ত্রী। বিচার না মেলা পর্যন্ত ফোঁটা নেব না, ঘোষণা কিঞ্জলের।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।