Bhangar News : ভাঙড়ে তৃণমূলের দাপুটে নেতা হত্যার ঘটনার দেড় দিন পার, মূল অভিযুক্ত এখনও অধরা
ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূলের দাপুটে নেতা রাজ্জাক খান খুনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল কলকাতা পুলিশের আওতায় এলেও ভাঙড় আছে ভাঙড়েই! পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অবধি উত্তপ্ত-অশান্ত ছিল এই ভাঙড়। ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ যায় ৭ জনের। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূল নেতা খুনে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
Joka IIM: সাউথ ক্যালকাটা ল’ কলেজের পর এবার IIM জোকার বয়েজ হস্টেলে নির্যাতনের অভিযোগ
ভয়ঙ্কর, গা শিউরে ওঠা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আরজি কর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।সাউথ ক্যালকাটা ল’ কলেজের পর এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ।দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া।ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ।নির্যাতিতার অভিযোগ, ক্যাম্পাসিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়েছিল।অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।



















