Bhangar News: ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি হত্যায় ৩ দিনের মাথায় অবশেষে গ্রেফতার দলেরই এক কর্মী
ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অবশেষে গ্রেফতার। ৩ দিনের মাথায় জালে দলেরই এক কর্মী।ধৃত মোফাজ্জেল মোল্লা খুনের মাস্টারমাইন্ড, দাবি পুলিশ সূত্রে।এলাকা দখলকে কেন্দ্র করে ২ জনের বিবাদ: পুলিশ। আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন, অনুমান পুলিশের।ঘটনায় আর কারা জড়িত? আর কারা ছিলেন ঘটনাস্থলে? টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ ।বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই গুলিতে করে, কুপিয়ে খুন সওকত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান।
West Bengal News: ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, চলল গুলি
ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, চলল গুলি। বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তা থেকে দেহ উদ্ধার হয়। দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় ২ মহিলা-সহ আটক ৩ জন। ভোটের সময় স্বামী-ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, দাবি নিহতের স্ত্রীর।



















