Bhangar News: ভাঙড়ে ISF-এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা
ABP Ananda LIVE: ভাঙড়ে ফের তৃণমূল-ISF দ্বন্দ্ব । ISF-আয়োজিত রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা । স্থানীয় ISF-নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে ISF-এর তরফে
আরও খবর...
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি।


















