Bharat Jodo Yatra: অধীর চৌধুরীর নেতৃত্বে রাজ্যে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা | ABPAnandaLIVE
রাজ্যে শেষ হল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat jodo Yatra)। সাগর থেকে পাহাড়, অধীর চৌধুরীর (Adhir chowdhury) নেতৃত্বে ৮০০ কিলোমিটার (800 kilomioter ) পথ হাঁটলেন কংগ্রেসের (Congress) নেতা-কর্মীরা। কার্শিয়ঙে (Kursong) সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে পাহাড় (Hill) ইস্যুতে তৃণমূল-বিজেপি (TMC-BJP) দুই দলকেই একযোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, বছরের পর বছর পাহাড়ে এসে শুধু প্রতিশ্রুতিই দিয়েছে তৃণমূল-বিজেপি, (tmc-bjp) কিন্তু কেউ কিছুই করেনি। এদিকে, রাজ্যে ভারত জোড়ো (Bharat jodo Yatra) কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে (MD. SELIM) থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও, সেলিম চিঠি দিয়ে জানিয়েছেন, অন্য কর্মসূচি থাকায় আজ তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। তবে, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি হলে, পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)