Birati News : জমা জল প্রাণ কেড়েছে ৫ মাসের শিশুকন্যার , শিশুমৃত্যুর দায় কার? ABP Ananda live
ABP Ananda LIVE: জমা জল প্রাণ কেড়েছে বিরাটির ৫ মাসের শিশুকন্যার । ঘরের ভিতরে বৃষ্টির জমা জলে মৃত্যু হয়েছে একরত্তির
মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে গেছিলেন মা, দাবি পরিবারের । কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন জমা জলে পড়ে আছে মেয়ে, দাবি পরিবারের । হাসপাতালে নিয়ে গেলে ৫ মাসের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করা হয় । শিশুমৃত্যুর দায় কার?
কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত, কলকাতায় বাড়ছে ভোগান্তি
দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তা। মাঝে রয়েছে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর স্টেশন ও মেট্রো স্টেশন। এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তার গোটাটাই বেহাল। কয়েকটি জায়গায় এখনও হাঁটু সমান জল। বড় বড় গর্ত থাকায় ওই রাস্তা এড়িয়ে চলছেন গাড়ি চালকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার বর্ষায় রাস্তার এই হাল হয়। এবার জল কিছুতেই সরছে না। প্রায় দিনই টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। কলকাতা বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রাস্তার অবস্থাও খারাপ। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। সাময়িক মেরামতি হলেও, স্থায়ী সমাধান চাইছেন ভুক্তভোগীরা।


















