এক্সপ্লোর
Birbhum: দেড়দিন পার, এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ রবিলাল | Bangla News
প্রায় দেড়দিন পার। এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ রবিলাল। ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এদিন নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসীরা। পুলিশ সঠিক তদন্ত করছে না বলে তৃণমূল নেতার পরিবারের অভিযোগ। শুক্রবার বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তৃণমূল বুথ সভাপতি। রাত ৮টা নাগাদ ফোন করলেও, কেউ ধরেনি। রাত ১০টা নাগাদ নিখোঁজ নেতার মোবাইল ফোন ও বাইক উদ্ধার করে নানুর থানার পুলিশ। যদিও তৃণমূল বুথ সভাপতির হদিশ মেলেনি।
আরও দেখুন






















