Bolpur News: বোলপুরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
ABP Ananda LIVE: বোলপুরের লাউদহ গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। লাউদহ গ্রামে অজয় নদ থেকে উদ্ধারের পর বোমাটি নিরাপদ জায়গায় রাখা হয়। এরপর বুধবার নিস্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। গভীর গর্ত করে বোমাটি পুঁতে দেওয়া হয়। উপরের অংশ বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়ে ছিল। তার পরে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা।
আরও খবর....
এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। গতকাল দুপুরে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতালের চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয় ছিল। বর্তমানে এনআরএস হাসপাতালে কর্মরত সে। আগে কাজ করার সুবাদে এসএসকেএম হাসপাতালের ইউনিফর্ম ছিল তার কাছে। সেই ইউনিফর্ম পরেই অভিযুক্ত হাসপাতালে ঢোকে বলে জানা গিয়েছে। গতকাল ওপিডিতে চিকিৎসা করাতে আসে নাবালিকা। অভিযোগ, তার পরিবার যখন ডাক্তার দেখানোর জন্য টিকিট করাতে ব্যস্ত ছিল তখন নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারে নিয়ে যায় অভিযুক্ত। তারপরে শৌচাগারে ঢুকিয়ে তাকে যৌন নিগ্রহ করা হয়। অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানা।



















