এক্সপ্লোর
Birbhum TMC: বীরভূমে ‘কাটমানি’ অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির!| Bangla News
‘কাটমানি’ অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির! বীরভূমের মুরারইয়ে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ‘ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ’। ‘অভিযোগ না তুললে দল ছাড়তে হবে’। অনুব্রত মণ্ডলের নাম করে হুমকি ব্লক সভাপতির, অভিযোগ তৃণমূল নেতার। ভাইরাল অডিও ঘিরে শোরগোল বীরভূমের মুরারইয়ে। ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কেষ্টদার নাম ভাঙিয়ে ভয় দেখাচ্ছে ব্লক সভাপতি। আমি বলেছি মাথা নত করব না। নিজের দাবিতে অনড় অভিযোগকারী তৃণমূল নেতা অচিন্ত্য ঘোষ। যদিও অভিযুক্ত ব্লক সভাপতির দাবি, কাটমানি নিয়ে তিনি দলের অবস্থানই বোঝাতে চেয়েছেন।
জেলার
লেখাপড়ার চাপ কমাতে পড়ুয়াদের পরামর্শ দিলেন বারাসাতের সাংসদ
আরও দেখুন


















