TMC News: বীরভূম থেকে নানুর, ১ সপ্তাহের মধ্যে ফের শাসক কোন্দল, অনুব্রত অনুগামীদের বাড়িতে আগুন
ABP Ananda Live: শাসক কোন্দলে ফের উত্তপ্ত বীরভূম। এলাকা দখলের লড়াই, গোষ্ঠীসংঘর্ষে তৃণমূলকর্মীকে পিটিয়ে হত্যা। কাঁকরতলায় বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে ঘিরে হামলা। পিটিয়ে খুন। ব্লক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। এলাকা দখলের লড়াইয়ে তপ্ত কাঁকরতলা। ঘটনাস্থলের কাছে মিলল বোমা। উদ্ধার হাতুড়ি, শাবল। খুনে অভিযুক্ত তৃণমূলকর্মী শেখ কালোর খোঁজে তল্লাশি। কাঁকরতলা থেকে নানুর, বীরভূমে দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। অনুব্রত অনুগামীদের বাড়িতে আগুন। কাঠগড়ায় কাজল ঘনিষ্ঠরা।
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ?
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য । বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ? কেন খোলা হয়েছিল ? ট্যাংরাকাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ২ আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি, খবর সূত্রের ।
ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে । 'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি', হাসপাতাল সূত্রে খবর। প্রণয় রায়ের বিল হয়েছে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। প্রণয় রায়ের ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে NRS হাসপাতালে স্থানান্তরের কথা।


















