Bird Flu: ফের মানুষের শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ, আক্রান্ত ৪ বছরের শিশু, সতর্ক থাকার পরামর্শ
৫ বছর পর ফের মানুষের শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ। আক্রান্ত মালদার ৪ বছরের শিশু। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা আরও এক শিশুর শরীরেও মিলল ভাইরাসের অস্তিত্ব। রিপোর্ট প্রকাশ করে জানাল হু। পরিস্থিতি খতিয়ে দেখছে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে দল যাচ্ছে মালদায়, জানালেন স্বাস্থ্য সচিব। সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
বার্ড ফ্লু-তে আক্রান্ত এই রাজ্যের মালদার বাসিন্দা এক ৪ বছরের শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এই তথ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত ২৬ জানুয়ারি জ্বর ও পেটে ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। ১ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়। ২ ফেব্রুয়ারি তার শরীরে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস পাওয়া যায়। ২৮ ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। কিন্তু ৩ মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় একটি সরকারি হাসপাতালের PICU-তে ভর্তি করা হয়।