BJP: প্রচারে গিয়ে ফের বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী | Bangla News
ফের প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। আজ সকালে দিনহাটার নয়ারহাটে প্রচারে যান বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও আরও দুই দলীয় বিধায়ক সুশীল বর্মন ও বরেন বর্মন। ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ও। নয়ারহাটে বাজার এলাকায় প্রচার শুরু করার পর তাঁদের ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শাসক দলের কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের ধাক্কাধাক্কিও হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও শাসক দলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই। এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গতকালও বামুনহাটে প্রচারে গিয়ে বিক্ষোভ মুখে পড়েন দিনহাটার বিজেপি প্রার্থী।


















