BJP Inner Clash: অশোকনগরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, দু'পক্ষের হাতাহাতিতে জখম ১
ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। অশোকনগর মণ্ডল ৩-এর ৬০টি বুথের কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন অশান্তি। একে অন্যকে বেধড়ক মারধরের সঙ্গে সঙ্গে চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়। অভিযোগ, দু'পক্ষের মারপিটে গুরুতর জখম হয়েছেন একজন বিজেপি কর্মী। মাথায় আঘাত নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী রবি মিস্ত্রি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই।
সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন লাভের উদ্দেশ্যে ফের দিল্লি গেলেন চাকরিহারারা
সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন লাভের উদ্দেশ্যে ফের দিল্লি গেলেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ। আজ সকালে দিল্লি রওনা দেন ৩জন। চাকরিহারাদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস।বিভিন্ন সর্বভারতীয় রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

















