Suvendu Adhikari: 'ভাতাতে অনেকে বিক্রি হতে পারে, আমরা বিক্রি হওয়ার লোক নই', বললেন শুভেন্দু
ABP Ananda LIVE: 'হিন্দুরা কালীপুজোয় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, বাতি জ্বালাবে না তো কী করবে? সুপ্রিম কোর্টও এবারে নির্দেশ দিয়েছে, দি্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর প্রচেষ্টাতে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটারোর একটা সময় করে দিয়েছে। ভাতাতে অনেকে বিক্রি হতে পারে, আমরা বিক্রি হওয়ার লোক নই। আমরা হিন্দুত্বের জন্য লড়াই করি এবং করব', বললেন শুভেন্দু।
উত্তপ্ত কোচবিহার, বিজেপির বিক্ষোভ, বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার ১০
পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে তপ্ত কোচবিহার (Cooch Behar) । পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে অবরোধেও লাঠিচার্জ পুলিশের । বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে ।
রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ১০ জনের মধ্যে মহিলা আইনজীবী-সহ ৩ মহিলার জামিন । মহিলার স্বামী পার্থ রায় সহ ৫ জনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বাকি ২ জনের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ কোচবিহারের বিশেষ আদালতের ।
কোচবিহার কোতোয়ালি থানার কাছে বিজেপির বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । বাজি ফাটানোয় কোচবিহারে 'মারমুখী' এসপি! প্রতিবাদ বিজেপির । কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা । কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় ।

















