Suvendu Adhikari: 'আবাস যোজনাকে বিক্রি করা হচ্ছে', বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার।
Awas Yojona: একের পর এক জেলায় আবাস যোজনার টাকা কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। 'আমরা চায় আবাস যোজনার টাকা যাদের প্রয়োজন তারা পাক',মন্তব্য শুভেন্দুর। আবাস যোজনা প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, বিজ্ঞপ্তি জারি ইডি-র। 'সাক্ষী বা অভিযুক্ত কাউকে দফতরে তলব করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা যাবে না'। 'প্রামাণ্য নথি, প্রশ্নের তালিকা আগেভাগে গুছিয়ে রাখতে হবে'। 'নোটিসে জিজ্ঞাসাবাদের তারিখ ও সময় নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে'। 'নির্দিষ্ট সময়েই জিজ্ঞাসাবাদ শুরু করতে হবে'। 'ব্যতিক্রমী ঘটনা ছাড়া দিনের পর দিন ডাকা যাবে না সাক্ষী বা অভিযুক্তকে'। 'এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও অফিস আওয়ার্সে করতে হবে'। 'কেউ অসুস্থ থাকলে বা মেডিক্যাল সার্টিফিকেট দিলে আলোচনার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করতে হবে'। 'অন্যথায় ইডি-র ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর বা অ্যাডিশনাল ডিরেক্টরের অনুমতি নিতে হবে'। গোটা দেশে এই নির্দেশিকা জারি কেন্দ্রীয় এজেন্সির। ABP Ananda Live
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)