Suvendu Adhikari: ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী
ABP Ananda Live: কোথাও ক্য়াম্পাসের মধ্য়েই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কোথাও বহু বছর আগে পাস আউট হওয়া প্রাক্তন TMCP নেতার মৌরসিপাট্টা। কসবাকাণ্ডের পর কলেজে কলেজে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। এই পরিস্থিতিতে, ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে কসবাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের ডালখোলায় স্কুলে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে!
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।



















