ED Raid: 'ইডি আজকের পুণ্য দিনে পুুণ্য কাজ করতে ভোর ভোর বেড়িয়ে পড়েছে', তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Recruitment Scam: সুজিত বসু (Sujit Bose) , তাপস রায় (Tapas Roy), সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির (ED) হানা। 'ইডি আজকের পুণ্য দিনে পুুণ্য কাজ করতে ভোর ভোর বেড়িয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছি । সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তাঁরা কামারহাটি (Kamarhati) পুরসভাতে চাকরি পেয়েছে', মন্তব্য শুভেন্দুর (Suvendu Adhikari)। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি-র অভিযান। সূত্রের খবর, দমকলমন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ। এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। দুটি বাড়িতে গিয়েই কলিংবেল বাজান ইডি-র তদন্তকারীরা। অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা। ABP Ananda LIVE