Sukanta Majumdar: শিক্ষকদের আন্দোলনকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে: সুকান্ত
ABP Ananda Live: 'শিক্ষকদের ওপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে। থানায় যে বারবার শিক্ষকদেরকে ডাকা হচ্ছে, এটা একে তো আঘাত দেওয়া ক্ষত দেওয়া তারওপরে লঙ্কা লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ। তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে', বললেন সুকান্ত।
বৈঠকে কাটল জট, কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট স্থগিত
পরিবহণ দফতরের বৈঠকে আপাতত কাটল জট। কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হচ্ছে (Bus Strike Postponed)। পুলিশি জুলুমের অভিযোগে ৩ দিনের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠন। বাস ভাড়া বৃদ্ধি ও পুলিশি জুলুমবাজি বন্ধ-সহ একাধিক দাবিতে ৩ দিন বাস ধর্মঘট ডাকে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল মিনিবাস অ্য়াসোসিয়েশন। মঙ্গলবার পরিবহণ ভবনে বৈঠক ডাকেন পরিবহণ সচিব। বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ভিডিও কনফারেন্স হয়। বৈঠক নিয়ে হতাশ বাস মালিক সংগঠন। জট কাটাতে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বাস মালিক সংগঠন। অবশেষে কাটল জট। আপাতত এই বাস ধর্মঘট হচ্ছে না। এবিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে অনেক দিন ধরেই আমরা বৈঠক করেছি। পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি। যেসব সমস্যা সমাধান করা দরকার তা সমাধানে উদ্যোগীও হয়েছি। মূলত দুটি সংগঠন মিলে ধর্মঘট ডেকেছিল। গতকাল DG-র সঙ্গে কথা হয়। তাদের যে দাবিগুলি রয়েছে, আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি সরকার তাদের সঙ্গে রয়েছে। যাত্রীদের পাশাপাশি বাস মালিক, ড্রাইভার সহ অন্যান্য কর্মীদের চাহিদাকেও গুরুত্ব দিয়েছি।''


















