Dilip Ghosh : 'আধার কার্ড তো পশ্চিমবঙ্গে পয়সা ফেললেই পাওয়া যায়', মন্তব্য দিলীপ ঘোষের | BJP News
ABP Ananda LIVE :'আধার কার্ড তো পশ্চিমবঙ্গে পয়সা ফেললেই পাওয়া যায়'। 'এখানে টাকা দিয়ে কুকুরের নামেও আধার কার্ড করা যায়'। 'রাজ্যে আধার কার্ডের কোনও মূল্য নেই'। এখানে রাস্তায় বস্তা বস্তা ভোটার কার্ড, আধার কার্ড পড়ে থাকে, মন্তব্য দিলীপ ঘোষের।
আরও খবর...
'শুভেন্দু অধিকারীর লোক হয়ে এখানে ঢুকেছ', ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক; তারকেশ্বর স্টেশন চত্বরে দোকানের সামনে বিক্ষোভ
তারকেশ্বর স্টেশন চত্বরে ওষুধের দোকানে কাজ করছেন নন্দীগ্রামের ছেলে। শুনেই ক্ষুব্ধ এলাকার তৃণমূল বিধায়ক। সটান শুভেন্দু অধিকারীর নাম টেনে নিশানা করলেন দোকানের কর্মচারীকে। আর সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল বিধায়ককে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিলেন তৃণমূল বিধায়কও।
হুগলির তারকেশ্বরের দোকানে কাজ করেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা এক তরুণ। আর এই সামান্য় বিষয় নিয়েও তৃণমূল ও বিজেপির মধ্য়ে চড়ল সংঘাতের পারদ। একে অপরকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়।


















