BJP News: যেখানে দুষ্কৃতী রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আইনের শাসন বলে কিছু নেই, সেখানে এই ঘটনা ঘটবেই: শমীক
ABP Ananda Live: 'যেখানে সম্পূর্ণ দুষ্কৃতী রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, যেখানে আইনের শাসন বলে কিছু অবশিষ্ট নেই, যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদেক সার্টিফিকেট দিচ্ছে, যেখানে দুষ্কৃীতদের নির্বচিত জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে পুলিশকে বাধ্য করা হয়েছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করা, সেখানে এতটাই ভয়মুক্ত তারা, তারা মনে করছে সরকারটা তাদের সরকার, তাদের জন্যই এই সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু করা যাবে। তাই তারা আজ এই কাজ করছে। আর তাই তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে', বললেন শমীক ভট্টাচার্য।
ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কী বলছে বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।


















