Sukanta Majumdar: বীরভূমে ক্ষমতা হিন্দুর থেকে মুসলিমের হাতে তুলে দেওয়া হচ্ছে: সুকান্ত
ABP Ananda Live: বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্য়ে দ্বন্দ্বের চোরাস্রোত বহুদিনের। এবার সেই দ্বন্দ্বের মধ্য়েও হিন্দু-মুসলিমের অঙ্ক টেনে আনল বিজেপি! পুলিশকে নোংরা ভাষায় আক্রমণ করে অনুব্রত মণ্ডল যখন বিতর্কে, তখন কার্যত তাচ্ছিল্য়ের সুর শোনা গেছে কাজল শেখের গলায়। তিনি বলেছেন, "কোনও একটা ব্য়ক্তির জন্য় দলের বদনাম হবে না।" তবে এই গোটা বিতর্কের মধ্য়ে কেষ্ট-কাজলের সমীকরণ প্রসঙ্গ টেনে, ধর্মের রাজনীতি দেখতে পাচ্ছে বিজেপি! দলের রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন--- "দুর্ভাগ্য়ের বিষয়, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রবণতা, কোনও জেলাতে যদি ৩০ শতাংশ বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার SP, সেই এলাকার DM, SDO, SDPO, মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে।"



















