Suvendu Adhikari : 'সমবায়ে লুঠ করেছে, ২০২৬-এ সব হারিয়ে দেব', হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE : 'সমবায়ে লুঠ করেছে, ২০২৬-এ সব হারিয়ে দেব', হুঙ্কার শুভেন্দুর। যেদিন সরকার হবে এক ঘণ্টার মধ্যে সব বদলে যাবে। আমি নিজে ভোটার, ভোট দিতে আসিনি। প্রয়োজন নেই। জানি ফলাফল কী হবে। যত লুঠ করবে লাভ তো। ২২-এ কাঁথি পুরসভায় লুঠ করেছিল, ২৪-এ সাফ করে দিয়েছি। সমবায়ে লুঠ করেছে, ২০২৬-এ সব হারিয়ে দেব। '
Kolkata News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কলকাতায়, এবার বাইপাসের ধারে আনন্দপুরে, গ্রেফতার ২
কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবার আনন্দপুরে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছেন ২ জন। ধৃত ২ জনই হুগলির বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন একজন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের কাছ থেকে উদ্ধার প্রায় ১০টি আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, বেশ কিছু গুলিও উদ্ধার হয়েছে। তবে তার পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলির পরিমাণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি এসটিএফ কর্তৃপক্ষ।
আনন্দপুরের নোনাডাঙা অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে এই ২ জনকে। বাইপাসের ধারে বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই এলাকা সাধারণত ফাঁকাই থাকে। কম গাড়ি চলাচল করে। বেশ কিছুটা দূরে দূরে রয়েছে বসতি। সেভাবে পায়ে হেঁটে লোকজন এই এলাকা দিয়ে যাতায়াত করেন না। বেশিরভাগ সময় শুধু গাড়িতেই যাতায়াত করা হয়। যেহেতু এই এলাকা বেশিরভাগ সময়েই শুনশান থাকে, তাই কি অস্ত্র নিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলকেই বেছে নেওয়া হয়েছিল? এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


















