Faker Voters: ভোটার লিস্টে বাংলাদেশি, কারচুপির অভিযোগে সিবিআই চান শুভেন্দু | ABP Ananda Live
ABP Ananda Live: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিরকের দফতরে বিরোধী দলনেতা । ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনে শুভেন্দু ।কাকদ্বীপকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। কমিশনের কাছে কাকদ্বীপকাণ্ডে সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার। কাকদ্বীপের ডিএম, এসডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। 'রানাঘাটে বাংলাদেশি ভোটার, বিদেশি মুদ্রা লেনদেনের ইডি তদন্ত করছে'। 'মুর্শিদাবাদ দাঙ্গায় নিষ্ক্রিয় ছিল পুলিশ, ফোনও ধরেনি'। এখনই মুর্শিদাবাদে ভিন রাজ্যের পুলিশ মোতায়েনের দাবি । এখন থেকেই মুর্শিদাবাদের জন্য বিধি বদলের দাবি শুভেন্দু অধিকারীর । 'এই পুলিশ দিয়ে ভোট করানো যাবে না, অন্য রাজ্যে পাঠাতে হবে'। 'আর রাজ্যের বাইরে থেকে OC, IC, SP, DG এনে বসাতে হবে'। পুলিশের পক্ষপাতের অভিযোগে কমিশনে দাবি শুভেন্দু অধিকারীর।
ইউটিউবার জ্যোতির নিরাপত্তায় AK47 হাতে রক্ষী পাকিস্তানের ! নতুন ভিডিয়ো খতিয়ে দেখছেন গোয়েন্দারা
ইউটিউবার জ্যোতি মালহোত্রা (YouTuber Jyoti Malhotra) - রাতারাতি এই ইউটিউবার, ভ্লগারের নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। হরিয়ানার তরুণীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির (Espionage) অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। তদন্তে যে সমস্ত বিস্ফোরক তথ্যপ্রমাণ উঠে এসেছে, তার ভিত্তিতে ইতিমধ্যে জ্যোতিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)- এর 'অ্যাসেট'-ও বলছেন তদন্তকারীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত কোনও গুপ্তচর সংস্থা যখন কাউকে দিয়ে অন্য দেশে গুপ্তচরবৃত্তি করায়, তাঁদেরকে ওই সংস্থার তরফে 'অ্যাসেট' বলেই অভিহিত করা হয়। ইতিমধ্যেই ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) পাঠানো হয়েছে জ্যোতিকে। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য।



















