BJP Thana Gherao: বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম, ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাধল। ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি, মাথাভাঙা, কোচবিহারে। বেহালায় পুলিশের সঙ্গে বচসা বাধল রূপা গঙ্গোপাধ্যায়ের। পথে নামলেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহরাও।
শুক্রবারই শ্যামবাজারে বিজেপির ধর্না-অবস্থান তৃতীয় দিনে পড়ল। এদিন সেখানে উপস্থিত ছিলেন শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত শ্যামবাজারে বিজেপির ধর্না চলবে।



















