Dengue update : রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কী ধরা পড়ল ড্রোন উড়িয়ে নজরদারিতে ?
ABP Ananda Live : রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ড্রোন উড়িয়ে নজরদারিতে ধরা পড়ল সরকারি স্কুলের ছাদে জমি জলের ছবি। স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। ড্রোনে নজরদারির সময় ধরা পরে সরকারি স্কুলের ছাদে জল জমে রয়েছে। সচেতনতা প্রচারে বেরিয়ে স্কুল কর্তৃপক্ষকে জমা জল পরিষ্কার করার নির্দেশ দেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ।
বর্ষায় হুগলিতে বাড়ছে ডেঙ্গি। বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত। তার মধ্যে গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৪ জনের ডেঙ্গি ধরা পড়েছে। প্রশাসনের তরফে জোর দেওয়া হচ্ছে স্ক্রিনিংয়ে। বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করার পাশাপাশি, সচেতন করার কাজ শুরু করেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। গতকাল স্ক্রিনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর মধ্যেই ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দাবি, বর্ষার আগেই ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপ হত না। তৃণমূলের পাল্টা জবাব, প্রশাসন ব্যবস্থা নেওয়ায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।