Buddhadeb Bhattacharjee Demise: পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতো বিদায় বুদ্ধদেব ভট্টাচার্যের
বৃহস্পতিবার পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতো বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শববাহী শকট যখন তাঁকে নিয়ে চলে যাচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী, সেই সাদা অ্য়াম্বাসাডর। সিপিএম নেতা, মুখ্য়মন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্য়মন্ত্রী--- যে পদেই থাকুন, বুদ্ধদেব ভট্টাচার্যর পছন্দ ছিল এই গাড়িটিই। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে একা হয়ে গেল সেই বাহন।
বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায়, ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যর ভাইপো।
১৯৬১ সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব। স্কুলজীবনেই যোগ দেন NCC-তে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার NCC ক্যাডেট।
১৯৬৪-তে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন। কলেজজীবনেই যোগ দেন রাজনীতিতে। তিনি ছিলেন CPM-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। CPM-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিটব্যুরোর সদস্য।


















