BY Election 2024: BJP-র হাতছাড়া হল মাদারিহাট, জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো
ABP Ananda Live: রাজ্যের ছয় আসনে বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা। ছ'টির মধ্যে তিনটিতে ইতিমধ্যেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি তিনটি আসনেও এগিয়ে রয়েছেন জোড়াফুল শিবিরের প্রার্থীরা। নৈহাটি, সিতাই এবং মাদারিহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এর মধ্যে মাদারিহাটে তৃণমূলে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতদিন মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপি-র দখলে ছিল। পদ্মশিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোড়াফুল। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই এগিয়ে তৃণমূল। নৈহাটির পর এবার মাদারিহাট। মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে। শেষ পর্যন্ত ১১টার কিছু পরে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোকে মাদারিহাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন জয়প্রকাশ। বিজেপি-র রাহুল লোহার দ্বিতীয় স্থানে রয়েছেন। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা (তামাং) তৃতীয় হয়েছেন সেখানে। RSP-র পদম ওঁরাও চতুর্থ, কংগ্রেসের বিকাশ চম্প্রমারী পঞ্চম স্থানে রয়েছেন।
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)