Calcutta High Court: অনিকেত মাহাতোর মামলায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
ABP Ananda LIVE : আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। ৩ চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।
'আমার বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। আর মামলা চলাকালীন যেন আর.জি কর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়', সওয়াল চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীর। পোস্টিং কি মেধা ভিত্তিক হয়? নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য', মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বেহালার সেনহাটি বাজারের কাছে বহুতলে আগুন
বেহালার সেনহাটি বাজারের কাছে বহুতলে আগুন। সকাল ৮টা নাগাদ একতলায় মিটার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহুতলের বাসিন্দারা। বহুতলের উল্টোদিকে লাইটপোস্টেও আগুনের ফুলকি দেখা যায়। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়ায়। CESC-র কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর দমকল আগুন নেভায়। শর্ট সার্কিট থেকে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে।


















