Sealdah News: শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ
ABP Ananda LIVE: শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ। মৃতের স্বামী, স্বামীর বান্ধবী-সহ ৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি, দাবি আইনজীবীর। বেকসুর খালাসের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। ২০ মে, ২০১৪: শিয়ালদা স্টেশনের পার্কিং লটে জয়ন্তী দেব নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। ২০ মে, ২০১৪: লেপ, ট্রলি ব্যাগ, স্কুল ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী, তাঁর বান্ধবী ও আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। নিম্ন আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়, দাবি আইনজীবীর। ২২ জুলাই, ২০১৯: হাইকোর্টের দ্বারস্থ হন, আজ সেই মামলাতেই বেকসুর খালাস পান ৩ জন।
বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, 'আমি দেখেছি কীভাবে রোগীদের নিয়ে যেতে হচ্ছে..', এবার হুঁশিয়ারি বিচারপতি সেনের
বিচারপতি সেন বলেন, 'সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর কাজ না করলে, আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান', এদিন পরামর্শ দিয়েছেন বিচারপতি সেন। প্রায় প্রতিটা বর্ষায় খারাপ রাস্তার জেরে ভোগান্তি পড়তে হয়, ইতিমধ্যেই বারবার তা নিয়ে ক্ষোভপ্রকাশের ছবি প্রকাশ্যে এসেছে। তারই ফের জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরে।ফের খাটিয়ায় চেপে হাসপাতালে যেতে দেখা গেল রোগীকে। বর্ষায় কেশপুরের সেই বেহাল রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিণী। ছবি ভাইরাল হতেই এবার টনক নড়েছে প্রশাসনের। ঘটনাস্থলে আসেন বিডিও। অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিডিও-র। অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছেন তিনি।


















