Cow Smuggling Case: গরু পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই, নজরে কেষ্ট মণ্ডলের বিপুল সাম্রাজ্য
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) রাজ্যে ফের সক্রিয় সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির নজরে কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) বিপুল সাম্রাজ্য। এদিন অনুব্রত ঘনিষ্ঠ ও বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। গরু পাচার মামলায় আগেই বিদ্যুৎবরণের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সম্প্রতি বোলপুরে বিদ্যুৎবরণের আরও একটি সম্পত্তির হদিশ মেলে। এদিন মিনিট পঁয়তাল্লিশ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ঘনিষ্ঠকে। এর পাশাপাশি, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ি চালক তুফান মিদ্যাকেও তলব করা হয়। সিবিআইয়ের দাবি, তুফানের নামেও বেশ কিছু সম্পত্তি রয়েছে। এইসব সম্পত্তি কীভাবে কেনা হল, টাকা কোথা এল, তা জানতে সুকন্যার গাড়ি চালকের কাছে নথি চাওয়া হয়েছে। এছাড়াও, সিবিআইয়ের দাবি, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বেশ কিছু নতুন অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা। এইসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে সিবিআইয়ের দাবি।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)