Municipal Recruitment Scam: দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান হরেন্দ্র সিংহর বাড়িতে সিবিআই হানা
ABP Ananda LIVE: পুর নিয়োগ-দুর্নীতির (Municipal Recruitment Scam) তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা (CBI Raid)। ইডি (ED) হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্রর (Madan Mitra) বাড়ি ছাড়াও ১০ জায়গায় সিবিআই তল্লাশি। দমদম (Dumdum), হালিশহর (Halisahar), কাঁচরাপাড়া (Kancharapara), কৃষ্ণনগর (Krishnanagar), নিউ ব্যারাকপুর (New Barrackpore), টাকি (Tanki)। সিবিআই-নজরে বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানরা। দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান হরেন্দ্র সিংহর বাড়িতে সিবিআই হানা। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি । কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও সিবিআই। টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ


















