Kangana On Chopra Case: 'চাইলেই এই আইন লাগু করা যায় ?' চোপড়াকাণ্ডে এবার কঙ্গনার প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী
Kangana On Chopra Case: চোপড়াকাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইন্ডিয়া জোটের সঙ্গী তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটাই প্রশ্ন করতে চাই যে, সংবিধান নিয়ে প্রতিদিন এরা যে নাটক করে চলেছেন। সংবিধানে কি এমন কোনও কিছু লেখা আছে, যে চাইলেই মর্জিমত যে কোনও রাজ্যে Adultery and Sharia Law লাগু করা যায় ? রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। কারণ তাঁরাও বিরোধী জোট ইন্ডিয়ার অংশ।'
চোপড়ায় সালিশি সভায় তৃণমূল কর্মীর মাতব্বরি, তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এরপরেও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক। তিনি বলছেন, চোপড়ার ওই মহিলা স্বামী ছাড়া অসামাজিক কাজ করছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়, আমাদের সেই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না, ভুল হয়েছে কিছুটা। গ্রামবাসী মিলে করেছে। ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়, কিন্তু মেয়েটা তো কোন কমপ্লেন করতে চায়নি। তার স্বামী কোন কমপ্লেন করতে চায়নি। কোন জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশি বসে একটা করেছে।ঘটনা সামনে আসার পর সোশাল মিডিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, এটা শুধু সালিশি সভা নয়। তৃণমূলের নেতৃত্বে জেসিবি নামে গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার। যে এই ভিডিওটি করেছে, তাকে ঘরছাড়া করা হয়েছে। রাজ্য পুলিশের সাহায্যে তৃণমূলের এটাই নিয়ম। ABP Ananda LIVE