Mamata Banerjee: তিস্তা-চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিচ্ছি : মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'একদিকে কেন্দ্র তিস্তার জল বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে। তিস্তা নিয়ে সিদ্ধান্ত হল, আমাকে জানালো না, বাংলাকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা-চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিচ্ছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলাকে শেষ করতে, ভাতে মারা চক্রান্ত চলছে',একতরফা সিদ্ধান্ত নিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'সিকিমে ১৪টি জলবিদ্যুৎ প্রকল্প করে জল আটকে দিচ্ছে, তখন কোনও দেখেনি। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে নয়। তিস্তার জল, রেল থেকে প্রশ্ন-সব বিক্রি করে দিচ্ছে', কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকেন এদিন মুখ্যমন্ত্রী। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হয় বৈঠকে। ABP Ananda LIVE