Mamata on BSF: মুর্শিদাবাদে গুলি চালনার ঘটনায় এবার BSF-কে সরাসরি কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : মুর্শিদাবাদে গুলি চালনার ঘটনায় এবার BSF-কে সরাসরি কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত বর্ডার সিকিওরিটি ফোর্সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, যে ২জন-৩ জন মারা গেছেন, ৩টে পরিবারকেই, BSF-ও গুলি চালিয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বললেন বর্ডার এরিয়ায় BSF কিছু বাচ্চা ছেলেকে ৫ হাজার, ৬ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। পাল্টা পুলিশের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছে বিজেপি
মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে
এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।


















