Durgapur : 'রাত সাড়ে ১২ টায় কীভাবে বাইরে বেরোল ?', দুর্গাপুরকাণ্ডে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : দুর্গাপুরে বেসরকারি IQ সিটি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের ১ কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ উঠেছে! এরইমধ্য়ে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী দুর্গাপুরকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? কলেজের সিসিটিভি-তে দেখা গেছে, রাত ৯.২৯-এ ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা এবং তাঁর সহপাঠী। সোমবার, নির্যাতিতা মেডিক্য়াল পড়ুয়ার বাবা বলেন, তাঁর কাছে ফোন গেছে শুক্রবার রাত সাড়ে ৯টার সময়, যে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারাও প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্য়মন্ত্রী রাত সাড়ে বারোটার তত্ত্ব পেলেন কোথা থেকে?
আরও খবর...
জলপাইগুড়ির বামনডাঙার ত্রাণ শিবিরে গিয়ে মৃত ৭জনের পরিবারকে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে দুর্যোগ, ক্ষতিপূরণ দিতে হবে ভূুটানকে। নাগরাকাটা গিয়ে এবার আরও চড়া সুর মুখ্যমন্ত্রীর। ইন্দো-ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি। জলপাইগুড়ির বামনডাঙার ত্রাণ শিবিরে গিয়ে মৃত ৭জনের পরিবারকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। ২৭জনকে আর্থিক সাহায্য।



















