Mamata Banerjee: 'জঙ্গিরা যেন শেল্টার না পায়, তা দেখতে হবে'।পুলিশ-প্রশাসনকে সতর্ক করলেন মুখ্য়মন্ত্রী
ABP Ananda LIVE : জঙ্গি-সন্দেহে রাজ্যে পরপর গ্রেফতার হয়েছে। অসম পুলিশ পর্যন্ত এ রাজ্য়ে এসে গ্রেফতার করে নিয়ে গেছে। এই আবহে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। আজ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে পুলিশ-প্রশাসনকে সতর্ক করে মুখ্য়মন্ত্রী বললেন, জঙ্গিরা যেন শেল্টার না পায়, তা দেখতে হবে। খাগড়াগর থেকে শুরু। তারপর একে একে সামনে এসেছে তানিয়া পরভিন, শাদ রাডি, জাভেদ আহমেদ মুন্সির নাম। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে জঙ্গি কার্যকলাপের ইতিহাসটা অনেকটাই লম্বা। কিন্তু কেন বাংলাকেই নিরাপদ হিসেবে বেছে নেয় সন্দেহভাজন জঙ্গিরা? ফের উঠল এই প্রশ্ন।
এবার কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় সামনে এল দুবাই কানেকশন
এবার কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় সামনে এল দুবাই কানেকশন। শুধু তাই নয়, অন্তত ১৮০০ কোটি টাকা ডিজিটাল প্রতারণা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে, সেই সিম কার্ড দুবাইতে পাঠিয়ে সেখানে বসে চলত প্রতারণা চক্র। আর এই মামলায় বুধবার কলকাতা ও দিল্লিতে একসঙ্গে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাল ED।


















